ছোট বেলায় কত খেলায়
কাটতো বিকেল বেলা
কোথায় যেন হারিয়ে গেছে
সেসব স্মৃতির মেলা
বিকেল হলেই বড় মাঠের দিকে
জোরে ছুটতাম
পাড়ার সকলে মিলে
লুকোচুরি খেলতাম।
খেলতে খেলতে একটা সময়
হতাম ক্লান্ত
তবুও খেলার ইচ্ছা
হতো না শান্ত
আজও সেই অনুভূতিগুলো
দেয় ধরা
কিন্তু খেলবো কি করে
মাঠ ছাড়া
খেলার ইচ্ছা থাকলেই
কি বা যাবে করা?
মাঠটা তো এখন
উঁচু ভবনে ভরা।