গ্রীষ্ম ফিরে চলিল
বর্ষা আবার আসিল।
আকাশে মেঘের ভেলা
করিতেছে যে খেলা।
আষাঢ়ে নামিল ঢল
কোথা থেকে আসিল এতো জল?
মেঘের আড়ালে সূর্য লুকায়
কোথাও রোদের দেখা নাই।
পাখিদের গুচ্ছ দল
ডেকে চলছে অবিরল।
অবিরাম জল পতন
থামিবে যে কখন?
ইহা কারো নেই জানা
চারিদিকে শুধু বর্ষার আনাগোনা।