চারিদিকে শুধু অলীক বাস্তবতার রাশ,
আশানুরূপ উত্তর ও আছে নাগালে।
তবুও নামে অন্ধকারের ঘনঘটা।
‘ইতিহাস’ তাতেও নাম নেই নির্মাল্যতার !!!
বর্তমান সে তো আরও কঠিন।
নিঃশেষ করে দেওয়া সেই অঙ্গীকার,
করুণার লেশ মাত্র নেই অবয়বের ভিতর।
আজও যেন দাঁড়িয়ে আছে সেই-
মেরুদণ্ড হীন অস্ট্রালোপিথেকাস অবয়ব টা।