ভাঙ্গা স্বপ্ন নিয়ে পথ চলি।
সমানে হোচট খাই,
মন্থর গতিতে চলি-
সামনে তাকানোর সাহস নাই।
স্বপ্ন নিয়ে পড়ে থাকি
বাস্তবতা বুঝি না।
অলীক স্বপ্ন অনেক দেখি
মাঝে মাঝে দেখি আমিই-
যেন রবি ঠাকুর।
ওই স্বপ্নেই হোচট খাই
কবে যে পারবো সাবলম্বি হতে
পারবো কবে নিন্দুকের কাছে মাথা
তুলে দাড়াতে।
সেই দিন পারবো বুক ঠুকে বলতে
আমিই জাতিস্মর আমি রবি ঠকুর।।