রোজ আয়নায় দেখ কি,
তোমার বাহ্যিকতা
নাকি বাস্তবতা।
কি দেখ তুমি!
চিকন গালে তোমার ওই কালো তিল।
তুমি কি দেখেছ
কত যন্ত্রনার ভার আছে
তোমার ওই কপালে।
দেখেছ কি?
অস্তামিত সূর্যর তেজ
তোমার মুখ জুড়ে ভাসে।
যৌবনের সেই সুন্দর
স্বপ্ন গুলি আজও তোমার
চেহারায় বলিরেখার দাগও
টানতে সক্ষম হয় নি।
তুমি কি ভাব বুড়ো হয়েছ।
বয়স চেহারা তাই বলবে।
কিন্তু তুমি কি বল?
ভেবে বলবে একদিন
আমি শুনব।