তখন তুমি এক বিষন্ন সকাল,
মায়া ভরা স্নিগ্ধ শিশিরে উপচে পরা আলো।
তখন তুমি গভীর ঘুম,
এক ভয়ংকার সুন্দর স্বপ্নে যার সমাপ্তি।
তখন তুমি ব্যস্ত দুপুর,
ক্লান্তি ভরা অবসাদ আর তিক্ততার উৎস।
তখন তুমি এক বিষন্ন সন্ধা,
একটা জীবনের সমাপ্ত।
বেলা শেষে অমাবস্যার চাঁদ
যার কোন অস্তিত্ব ই নেই।