তখন সুবোধ মরে গেছে!
অনেক খুজেছি তাকে,
ক্লান্ত আমি ঘরে ফিরেছি!
ব্যর্থ সন্ধান!
খুজে পাইনি ওকে!
তখন সুবোধ মরে গেছে!
মায়ের ডাক সে শুনতে পায়নি,
ব্যর্থ শালিক শান্ত হয় নি।
বলতে গিয়ে কী যেন বলতে পায়নি!
কাব্য টা অর্ধ সমাপ্ত-
লিখতে গিয়ে বুঝি লেখা হয়নি!
শুধু দিয়ে গেছে ধূসর কালো কোন এক হন্তারকের দিশা-
পুলিশ তা খুজে পায় নি!