ভালবাসো না কিঞ্চিৎ!
তবুও এসেছোঅধিকার দেখাত
তোমাকে আর কতবার বলব,,,
আগের মত অতটা সহজ আমি নই
যে কিনা তোমার রাত ভর বকুনিতে
কান্নায় বালিশ ভেজাতাম
তবুও তুমি পাশ ফিরে দেখতে না
অথচ সকাল বেলার একটা মিষ্টি কথাতেই,
বালিশ ভেজার গল্পটা ভুলে যেতাম
যে কিনা তোমার জন্য অধির আগ্রহ নিয়ে বসে থাকতাম
সেই তুমি পাশ কাটিয়ে চলে যেতে
তবুও দৌরে গিয়ে কথা বলতাম
কখনো ভালবাসার মুল্য দাওনি
অবহেলা করতে কখনো ভুলে যাওনি
অথচ, আমিকে তোমার বলেই দাবি করেছো,,,
আমিও কতটা বোকা ছিলাম
একটু ভালবাসার কাঙ্গাল ছিলাম
একটু অনুপ্রেরনা দেওয়ার পাশে একজনকে চাইতাম,,,
বিশ্বাস আর ভরষা করার জন্য তোমাকেই বেছে নিয়েছিলাম
সব টুকো ভালবাসা তোমার জন্য রেখেছিলাম,,,
কিন্তু তুমি এসব এর মুল্য দাওনি
হাজার বছর চলে গেছে
অপেক্ষা করতে করতে
তুমি আসনি,,,,
আমি আজ ঘুরে দারিয়েছি,,,
চাইনা পাশে কাউকে
ভালবাসা পাওয়ার ইচ্ছাটাও হারিয়ে গেছে
আর আজ এসেছো অধিকার দেখাতে,,
কিছু বলার নেই তোমাকে,,,
শুধু বলব অধিকার দেখাতেও একটা অধিকার লাগে,,
যেটা তুমি হারিয়েছ অনেক আগে,,,,!