হয়ত এভাবে চলতে চলতে একদিন হারিয়ে যাবো
মিলিয়ে যাবো সবার মাঝ থেকে
আজ যেটা বর্তমান কাল সেটা অতিত হয়ে যাবে
পেছনে ফেলে আসা দিনগুলো কেবলই স্মৃতির পাতায় জমা হবে
শত ব্যাস্ততার মাঝেও হঠাৎ করেই মনে পড়বে বৃষ্টি ভেজা কোন এক দিনের কথা
মনে পড়ে যাবে কিছু অসমাপ্ত ঘটনার কথা
সেদিন আর ফিরে আসতে পারবোনা তোমাদের মাঝে
হয়ত ফিরে আসতে পারলেও ,
ফিরে পাবোনা সেই দিনটাকে
কিছুই করার থাকবেনা সেদিন
আমি কেমন নিজের কাছে নিজেই অচেনা হয়ে যাবো
আগের মতই আছি,
এ কথা ভাবতে ভাবতেই অনেকটা বদলে যাবো
এড়িয়ে যেতে যেতেই অনেকটা দায়িত্বশীল হয়ে যাবো
সবার মুখে মুখে থাকা আমার নামটি ,
হয়ত আর কারো মুখে উচ্চারিত হবেনা
সেই পথে চলতে চলতে হঠাৎ করেই সেই চেনা কন্ঠে কেউ বলে উঠবে,
আমি! আমায় চিনতে পারছোনা?
ভেতরটা চুর্ন বিচুর্ন হয়ে গেলেও অবাক হওয়ার ভঙ্গিতে নিজেকে সামলাতে হবে।
না চাইতেও, নিজের মধ্য অনেক অভ্যাস চলে আসবে।
সেদিন আর কথায় কথায় কান্না পাবেনা আমার
তার পরেও কোন একদিন
অনেকটা কষ্ট হবে।
তখন, হয়ত কেউ সান্তনা দিয়ে বলবে,
আরে! পাগলী এটাইতো জীবন।
এভাবেই চলতে শিখতে হয়....
চোখ মেলে হয়ত এই কথাটা বলা লোকটাকে খুজে পাবোনা।
তখন মনে হবে,
অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি ..
এখন আর এসব ভেবে কোন লাভ নেই
সত্যিই কোন লাভ নেই....