আজ আর কোন ইচ্ছা নইে
মনের মধ্য কষ্ট, বদেনা, যন্ত্রনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
ভালবাসাটুকোও জমা রাখতে রাখতে শুকেয়ে গেছে
স্বপ্নগুলো ভেঙ্গে গুড়িয়ে গেছে
তাই বলি আজ আর আমায় পিছু ডেকোনা তুমি
আমি সব মায়া কাটিয়ে নিজেকে গুছিয়ে নিতে চাই
হয়ত অনেকটা পেরেছি
আজ আর কোন কেছুর প্রতিই কোন আকাঙ্খা নেই
কোন কিছুই আর নেজের করে পেতে ইচ্ছে করেনা
আর কোন কিছুর প্রতি কোন মোহ নেই আমার
আমি ঠিকি পারবো একা চলতে
কারন আমি জানি সব গুলো পথই আমার কাটায় র্জজরতি
এখন আর সেই চেনা হাতটা ধরে বসে গল্প করতে ইচ্ছা হয়না আমার
এখন আর বিকেল হলেই বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়না ।
এখন আর চাঁদনী রাতে চাঁদ দখেতে ইচ্ছে করেনা
কারন, আমার আকাশটা আজ অন্ধকারাছন্ন
তবুও এখন আর খারাপ লাগেনা
ঠিকি ,নিজেকে অন্ধকারে মানিয়ে নিয়েছি