কবেইতো ছিন্ন করেছি সেই বাধন
তবে কেন তা, আজও আমায় পিছু ডাকে,,,,
কবেইতো সব মায়া ত্যাগ করে
নিজেকে গুটিয়ে নিয়েছি
তবে আজও কেন মনটা পুরে যায় তার তরে,,
কবেইতো সেই ডায়েরির পাতা গুলো
ছিরে ফেলেছি
তবে আজও কেন ডায়েরিটা খুলে দেখি,,,
কবেইতো সেই তোমার কাছ থেকে চলে এসেছি
তবে আজও কেন তোমার ওষুধটা
ব্যাগে তুলে রাখি
কবেইতো সেই ভুলে গেছি কবিতার লাইন গুলো
তবে আজও কেন তোমাকে ছাড়া
কবিতায় অন্য কাউকে রাখতে পারিনি এখনো
কবেইতো সেই রাত জাগা ভুলে গিয়েছি
তবে আজও কেন মাঝরাতে
ঘুম ভেঙ্গে জেগে থাকি
কবেইতো সেই ভুলে গেছি কৃষ্ণচূরা গাছের কথা
তবে আজও কেন সেখানেই নিরবে দাড়িয়ে থাকি