আজও আমার একক পৃথিবি
ভেসে যায় কোন এক জনতার জোয়ায়ে
শহরের আনাচে কানাচে প্রতি রাস্তায় প্রতিটি প্রানে প্রতিটি ইটে
রক্তের দাগ লেগে আছে তাতে
তবে কোথায় সেই স্বাধীনতা আমি স্বাধিন বলি কারে.?
যারা আমাদের অন্য জোগায়
ফসল ফলায় রোদে পুড়ে
বেশিরভাগ দিন তারাই আবার থাকে অনাহারে,
তবে আমি স্বাধীন বলি কারে?
শ্রম দিয়ে যারা গড়েছে ইমারত
গড়েছে দালান কোঠা
শ্রমের মুল্য না পেয়ে তারা
আজও ন্যায্য অধিকার দাবির লড়াই করে
তবে আমি স্বাধীন বলি কারে?
নারী তুমি আজও দেহ বিক্রি করো ক্ষুদার তরে
হে দেশ! তবে আমি স্বাধীন বলি কারে?
চারদিকে এত স্বাধীনতার কথা যারা বলে
আসলে তো তারাই স্বাধীনতা নষ্ট করে
তবে আমি স্বাধীন বলি কারে?