একটু একটু করে ফাগুনে দিন
চৈতি হাওয়া মাখে
জন্মদিন পার হয় বাঁশের সাঁকো  
স্বপ্ন শহর কাঁখে


একটু একটু করে আলসে দিন
দুপুর থেকে রাত
সুন্দরী জীবন নিরাপত্তা খোঁজে
প্রিয় প্রবাসী প্রভাত


একটু একটু করে আগুনে দিন
সুগন্ধী বৃষ্টি চোখে
হলুদ উত্তাপে ধর্মের বর্ণমালা
কথা বলে শোকে


একটু একটু করে কৃপাণে দিন
কাতর হয়ে ওঠে
ঝরনার মতো শান্ত উদাসী চাঁদ
ভোরের জবা ঠোঁটে