আমি স্বপ্ন দেখি স্বপ্নের মাঝেই খেলি লুকোচুরি,
স্বপ্ন নিয়ে সুখ সাগরে সকল শান্তি ধরি।
আমি স্বপ্নের মাঝে কল্পকবি স্বপ্নেই গুনি কবিতা,
গোটা কয়েক পদ্যে আঁকি নোবেল পাওয়ার ছবিটা ।
আমি ধুম্রজালের কানামাছির ঠ্যাং ঝুলে আছি বহুদিন,
ধূসর বর্ণের রংতুলিতে হয়ে গেছি কালারহীন।
স্বপ্নের রেশ টিমটিম করে মাথার মগজ জুড়ে,
হায় অভাগা এতকাল আমি চলেছি কপাল খুড়ে।
স্বপ্ন দেখি স্বপ্নের মতো পথ খুঁজিনা তার,
তাইতো বেড়ার খুটির পরে স্বপ্ন দেখে আঁধার।