সর্বসুরের সুর একটা সর্ব গানের গায়ক,
সর্বকিছুর উর্ধ্বে মানুষ সর্ব গুনের ধারক।
ধর্ম কর্ম বর্ণভেদ হঠাও ধরার শক্তি জেদ,
শান্তি মম ফিরুক এবার ছিন্ন করে সকল বিভেদ।


ইসলাম নাকি হিন্দু খ্রীষ্টান বৌদ্ধ ধর্ম তার,
চাঁদের বরন একটাও মুখ কাঁদুক নাহি আর।
শিরচ্ছেদে রক্ত যেন যায়না ধূলোয় মেখে,
মরার আগে প্রাণটা যেন শান্তি যায় দেখে।
আমরা ভ্রাতা আমরা বান্ধব এ বসুধায় রবো,
সুখী সুন্দর রাখলে তবেই আমরা মানুষ হবো।