আমার কাছে এসো প্রিয়া পাথর ঘাটায় বাড়ী
সেথায় এলে দেখতে পাবে গাছের সারি সারি।
শীতল ছাঁয়ায় বসতে দিবো শুনবে পাখির গান
দখিন হাওয়ায় ভরবে মন ঊঠবে মেচে প্রান।
আমার কাছে এসো প্রিয়া একপায়া সেই ঘাঁটা
তোমার জন্য রাখছি ছিকায় মন্ডা মিঠাই মাঠা।
পাকা বেলের সরাব দিবো দিবো ডাবের জল
ডোবার পাড়ে দেখতে পাবে পাতি হাসের দল।
আমন চালের ভাত দিবো দিবো বৈতার শাক
রাত্রি বেলায় করবে উদাস ডাহুক পাখির ডাক।
আকাশ ভরা তারার মেলা দেখবো দুজন বসে
জোনাকিরা আলো দিয়ে দূঃখ দিবে ঘুছে।
সকাল বেলায় পান্তা পেয়াঁজ খাবো দুজন মিলে
ডাংগুলিটা খেলতে যাবো হিজল গাছের তলে।
শত বৎসের হিজল গাছ কালের স্বাক্ষী হয়ে
দাঁরিয়ে আছে মেঠো পথে আকাশ পানে চেয়ে।
নাম না জানা দুবলা ঘাসে দিবো গড়াগরি
গামছা পেতে খাবো দুজন আউশ ধানের মুড়ি।
কায়াতনির ঝাড়ে ফাঁদ পাতিয়ে ধরবো ঘুঘুর ছানা
ষড়া গাছের ঝোপের মাঝে মেলছে ওড়া ডানা।
তেতুল গাছের শাখায় শাখায় খেলবো লুকোচুরি
কুড়ে ঘরে বসে আছে শত বর্ষের বুড়ি।
শ্লান করিতে যাবো মোরা ধোলাই বিলের জলে
সেই জলেতে চেঁচে পাখি ভাসছে দলে দলে।
শাপলা শালুক তুলবো মোরা নাইতে ঝিলের জলে
কলমি ফুলের মালা গেঁথে দিবো তোমার গলে।
বিকেল বেলায় ঘুরতে যাবো বড়াল নদির পাড়ে
দুধারে তার কাশের ফুল নাচে হাওয়ার তালে।
বড়াল নদীর পানির তোড় বিন্দু মাত্র নেই
পুরানো দিনের অন্তঃকাঁন্না তাইতো শুনতে পাই।
এমনি করে আমরা দুজন কাটিয়ে দিবো বেলা
নীল আকাশে ভাসিয়ে দিবো মোদের প্রেমের ভেলা।