ঢাকার শহর ভরে গেছে অট্টলিকার ভড়ে
চাকরির আশায় এসে হেতায় লাখো বেকার ঘোরে
ঢাকার শহর নেইকো এখন বিন্দু মাত্র ফাঁকা
সারা শহর ঘুরে মরে লাখো গাড়ির চাকা
ইখ পাথরের মানুষগুলো যানের মত চলে
পাগল বেশে হন্নি হয়ে টাকার পিছে ঘোরে
অর্থ ছাড়া এই শহরে কোন দাম নেই
অর্থবিহীন চেনে না তার মায়ের পেটের ভাই
কেহ থাকে দশ তলাতে কেহ গাছ তলায়
উপর আলার এমন বিচার বোঝা বড় দ্বায়।