এ এক অদ্ভুত মহামারী  আজ  এসেছে এ জগতে!
এ মহামারী  এসে ছিলো  কখনো  ব্ল্যাক ডেথ হয়ে
কখনো  এসে ছিলো স্প্যানিশ ফ্লু, বার্ড ফ্লু কিংবা  সোয়াইন ফ্লুর  রূপ ধারণ করে  ,
এই মহামারীর কবলে পড়ে লক্ষ লক্ষ মানুষ গেছে মরে।


সময়ে সময়ে হাজির  হয়েছে এ  মহামারীর সমাজের ভেদরেখা মিটিয়ে দিতে,
বোঝেনি এ মোড়ক  কে ধনী, কে  দরিদ্র, কে বা আছে  মন্ত্রীর পদ নিয়ে,
মানুষ মানুষের জন্য একথা ভুলে মানুষ  যখন হয়েছে  বন্য
এসেছে  এ  মোড়ক সবাই সমান স্মরণ করিয়ে দেওয়ার জন্য।