কাঁপছে শীতে মানুষ এবং
সকল প্রাণী;প্রাণ
কোঁয়াশার চাঁদরে ঢাকা
বেজায়-বিষম ঘ্রান !
ষড় ঋতুর দেশরে ভাই
বাংলা নামের ভুমি
টেরনা পেলেও পাঁচটা কাল
শীত এলে পাবে তুমি !
ঠান্ডা বরফ এদিক ওদিক
যেনো দখল হীমে
গরম কাপড়েও ফিরানো দায়
কমছে মেম্বার জীমে !
কত্তোযে শীত ! উফ ! আহারে !
আর্তি করুন গীত
শীতলতা আর চাওয়া  নেই
বিদায় হ‘ভাই শীত !
শীত কিযে ভাই শীত
কাঁপছে বিষম;কেপেঁ উঠে ভীত্ !