প্রাণ খোঁজে আজ শেকড়ের গভীরতা
সন্ধানী মন জলের ঢেউয়ে থাকে মাতোয়ারা
নানান ছলে-ছলে সময় গ্রাস করে বিশ্বাস
সন্ধ্যে ঘনিয়ে আসে দ্রুত;চাঁদের আলোয় প্রতিদিন থাকেনা প্লাবন
দ্বীর্ঘ স্নানের পর আরকি থাকে বল জলের উৎসব ? বিজ্ঞাপনে
মানে থাকে কবিতার মতো!আমি আজ বিজ্ঞাপণ নির্মতা বলে তুমি
ছেড়ে যাও কোন বাহানায় ?