আমি বললাম, তোমাকে ভালোবাসী
অথচ তুমি আমার চোখের দিকেই তাকালে না!
কি করে বুঝবে বলো?
আমি বলি, তুমি ছাড়া আমার আপন কেউ নেই
তখনও তুমি ব্যাস্ত থাকো শাড়ির আঁচল সামলাতেই!
আজ তবে তোমার শাড়ির ভাঁজে ভাজেঁই
ভালোবাসী শব্দ রেখে গেলাম
সময় হলে খুঁজে নিও....!