এমন করে আর কতোদিন
একলা আমি ; কেমন করে থাকবো বলো
অসুর মাঝে সুর খোঁজে রোজ
নিজের মাঝেই কি যে নিবির
তোমার নামে, হৃদয় ধামে পুজোর ঢালায়
মোমের আলোয় সন্ধ্যে সকাল নাম জপা হয়
অলস দুপুর, তোমার নুপুর ছন্দে আমায়
মাতাল করে। অসহ্য সব হাওয়ার নাচন
গল্প শোনার অল্প সময় আমায় দিও
ও সোহাগী আমার প্রিয়ে
সময় এবং সম্ভাবনা ঠিক সাজাবো তোমায় নিয়ে।
আর কতোদিন ; বাড়বে এ ঋন
তোমার আমার ভালোবাসার?