১)
আমি একা নই -
সত্যি বলতে
আমি একাকীত্বের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি।


২)
সকালের ব্রেকফাস্টে সেই এক টুকরো নুনের স্বাদ
রাতে আবার তোমাকে ফিরিয়ে আনে।
ছোট্ট রাত
তুমি ঘুমিয়ে থাকো স্বপ্নের কোলে মাথা রেখে,
ছোট্ট স্বপ্ন
তুমি হেঁটে বেড়াও সমুদ্রের পাড়ে, ঘুমের সাগর।
অল্প ঘুম
ঘুরে বেড়ায় থাকা আর না থাকার মাঝে,
মৃত্যু আর অমরত্বের।


৩)
যদি একদিনের জন্য সূর্য না ওঠে,
সবাই জানবে তোমার আলোর বিচ্ছুরণ।
আমি যদিও রোজই তোমায় চেয়ে ফেলি, অজান্তে।


৪)
একটা পরিষ্কার দেওয়াল,
একটা পুরানো দেওয়াল -
একটা হৃদয়, ভরে আছে দুর্ভিক্ষ আর কে এফ সি:
তোমার নাম লেখ,
তবে নখের দাগ যেন না রয়ে যায়।


৫)
যেমন, স্বাধীন দেশের পতাকা
ওড়ে বেনামী বাতাসে,
আমার হৃদয়ে তুমি আছো, সেভাবেই।
৬)
চোরা বালির মত
ঢুকে যাই, হাতড়াই খড়খুট;
দূরে কিছু নীলচে আলো আমারই মত,
দলছুট।


৭)
কে অন্যের বুকে মাথা রেখে কেঁদেছে?
উত্তরটা জানে শুধু
ভেজা সার্টের কলার।