গাছের পাতার মাঝে
উকি দেয় ঠিক গানের মতো,
শেষ না হওয়া এক রাস্তার শেষে
ঝুলিয়ে রাখি সস্তার গ্রুপফটো।


লণ্ঠন ছুঁতে চায় আঁধার,
জড়িয়ে যায় শীতের জিভে,
হেঁটে এসে স্রেফ মুখমুখি,
ইতিহাসের উন্মুক্ত ক্লিভেজ।


প্রতিধ্বনি ফেরে বারেবারে,
অনেক উঁচু উড়িয়েছিলে সিক্কা,
গাছের শিকড় মাটি কামড়াতে ব্যর্থ,
তাই, আমার মনে চিরস্থায়ী শীতকাল।


তোমার থেকে অনেকটা দূর হেঁটে,
প্রায় ভুলেছি তোমার মনের রং কি?
সূর্যের সাথে অস্ত যায় সাম্রাজ্য,
পড়ে থাকে বেজন্মা, আর কংক্রিট।