তুই স্বপ্নে স্বৈরাচারী,
আমার মাথায় সাফেদ পাখি,
তুই ঘেন্না করতে পারিস,
আমি বারুদ বুকে রাখি।
তুই অশান্ত এক হাওয়া,
আমি মুখোশ সভ্যতার,
তোর ভীষণ কান্না পেল,
আমার স্বপ্নেও কাঁটাতার।
যদি স্বপ্ন বাঁচিয়ে যাই,
তুই কামড়ে ধরিস ঠোঁটে,
আমি সামান্য এক জীব,
যদি পরাগধানী জোটে।
কিছুই ভরে না পকেট,
তোর রাজ্য এটা নয়,
তোর স্বপ্নে বিভোর থেকে,
শুধু স্বপ্ন অপচয়।