খুব স্বল্প বরফ ঝরেছিল – একাকীত্বের লক্ষণ।
একটা অদ্ভুত অপরাধবোধের মত
বেশ কিছু কাল ভাসিয়েছিল, হৃদয়।  


যখন প্রচুর বরফ ঝরে,
শরীর মানতে না চাইলেও
তাকে তুলে দিতে হয় মৃত্যুর হাতে।


তারপর ভেঙে যায় সব বাধা।
মৃত্যু সবচেয়ে বেশি ভালবাসে শরীর
যেটা থেকে যাবে, মিশে যাবে, পঞ্চভূত।


বরফ ঢাকা শহরের মাঝে
শুচিস্মিতার ঝরে পড়া শরীর
মৃত্যুর থেকেও অপরূপ, আজও।


মৃত্যুর সঙ্গিনী,
বরফের ধার ঘেঁষে ছড়িয়ে পড়ে হাসি,
বরফও গলে যায়, বয়ে চলে প্রবাহের সাথে।