ভেবে দেখ
পাখিটা কোথায় যাবে,
যখন সাদা রঙ ধরবে তার ডানায়
বার্ধক্য ছুঁয়ে দেবে তার ডাক।
ভুল করে সে মিশে জেতে চাইবে
চড়ুইয়ের দলে,
অথবা, কোন বধির জানালা শুনবে তার গান।
কেউ বা তুলে নেবে তার ঝরে যাওয়া পালক,
ছড়িয়ে থাকবে নোংরা পথের মাঝে।
তখন শুধু অপেক্ষা, দুটো চালের দানার,
অথবা মনে পড়া কোন ভুলে যাওয়া আগুন,
দোলায়মান মোমবাতির শিখা।
স্বপ্ন তখন জানলা আর খাঁচার মাঝে আটকা।
নতুন একটা জীবিকা পেতে পারে,
পেশাদার শোক-পালক,
পাখিদের শেষকৃত্যে।  ভেবে দেখ,
কোথায় যাবে পাখিটা
যখন বৃক্ষ তার নিচু ডালগুলো দান করে দেবে,
আর পড়শিরা চিনবেই না তাকে।