সেই সবুজ সূর্যাস্তের রঙে,
ঝরে যাওয়া পাতা আর নূপুরের সুর,
ভরে যায় আমার পাঁজর, আর হৃদয়।
আমার সার্টের পকেটে উষ্ণতা পায় বাতাস।
ভোরের কুয়াশা
ছুঁয়ে দেয় স্ট্রিটলাইটের আলো, মিথ্যের আবেশে।
দুজনেই কেঁদে ফেলে, একসাথে আর
ঘেন্না করে অপরের উপস্থিতি।


সেই ভুলে যাওয়া আগাছার ভিড়,
নিঃশব্দে শোনে প্রতিধ্বনির হাহাকার।
আর বেশ কিছুটা দূরে পড়ে থাকা বালির ঢিবি,
দূরে ঠেলে দিতে চায় নিজের একাকীত্বকে।