কি অদ্ভুত!
বরফ সবকিছুই
নিজের খাদ্য বানিয়ে ফেলে।
দিগন্তবিস্তৃত মরুভূমি
লুকিয়ে রাখে নুড়ি আর
পাথরের চ্যাঁই, অবহেলে।


আমি শুধু দেখি
ঠাণ্ডা রুটির টুকরো,
আর, বরফ শুভ্র এক বাটি ডাল।


আমি কি কবি?
না ক্ষুধার্ত?


ছুঁতে চাই ঝরে পড়া বরফের
স্নিগ্ধতা,
যা ভেসে বেড়ায় বাতাসের গানে।
তারপর,
এক টুকরো বরফ ছুঁয়ে দেয়
তোমার হাতের আঙুল,
আর এক মুহূর্তে কিছু দুঃস্বপ্ন
খুঁজে পায় শুভ্রতার মানে।