সেই অদ্ভুত রাস্তাটা কোথায় যেন হারিয়ে গেছে।


পাইন গাছের সারি এখনও একটু দূরে।
শুধু একটা লালচে ডানার ছায়া
ফেলে যায় উপত্যকার মাঝে জীবনের বাষ্প।


সময়, এক টুকরো কাগজ বা হাওয়া;
পাথরের উপর পড়ে কিছু আঁচড়ের আওয়াজ।


চুল্লীর ধোয়ার নিশ্চুপ কান্না, আর
পুরনো দেওয়াল
কিছু শীতল হাতের ছাপে ছারখার,
ব্ল্যাক হোলের কম্পনে।
ঠিক সন্ধ্যের মুখে, বৃদ্ধ পৃথিবী, নির্বিকার আকাশ,
পিছন ফিরে খুঁজতে চায়
কবেকার ফেলে আসা যৌবন,
মৃতপ্রায়।