শীতল বাতাসের গায়ে
এক জোড়া চোখ এঁকেছি। তারপর,
ধীরে ধীরে কেটে গেল কালো রাতের হাতছানি...
তবু কেউ ঘুম ভেঙে উঠল না।


তীব্র সূর্যালোকেও এগিয়ে চলল দুঃস্বপ্নের ট্রেন,
নদীর নিচে পাথরে আঁচড় চিহ্ন, আর
নতুন কবিতার জন্ম, এক মুহূর্তে।
মৃত গাছটার ডালে ঝুলে থাকা
এক জোড়া শালিক, আর দু জোড়া শীতল চাহুনি।
সেই শীতলতার হাত ধরে বরফের চাদর
ঢেকে দিল শহরের রাস্তাঘাট।
তবু কেউ ঘুম ভেঙে উঠল না...