(১) বৃষ্টিতে হাঁটি দুয়েক পা


কালো মেঘে ছেয়ে গেছে আকাশ,
বৃষ্টি নামে তোমায় ছোঁয়ার প্রেমে,
পাশাপাশি দুজন ছাতাটা খুলে দিলেই
সকাল বেলায় আঁধার আসে নেমে।


ভাসমান রাতে স্বপ্ন বেড়ায় ভেসে,
শুধু দু জোড়া চোখ, মানব সমুদ্দুরে,
কক্ষপথহীন দুটি নক্ষত্রের মত,
কখনও কাছে, কখনও একটু দূরে।


(২) বৃত্ত


পাখিরা উড়ে বেড়ায় এদিক সেদিক,
ঝোড়ো হাওয়ায় স্বপ্ন অল্প না।


মৌমাছি তার ঠোঁটের ডগা দিয়ে,
ছুঁয়ে দেয় মধু, ছুঁয়ে দেয় কল্পনা।


নিচু হয়ে কুড়িয়ে নেয় ছেলেটা,
পথের ধারে পড়ে থাকা সিক্কা।


সাগরের ঢেউ পাশাপাশি এসে দাঁড়ায়,
পূর্ণ করে বৃত্ত, পূর্ণ করে শীতকাল।


(৩) সরু গলি


সরু গলি,
আকা বাঁকা,
দরজার নেই অবকাশ।


জং ধরা চাবি,
কংক্রিট দেওয়াল,
ঠুকে চলি বারোমাস।


(৪) মুহূর্ত


সূর্য কিরণ,
এক মুহূর্তের ঝলসানো চোখ,
তারপর মেঘের আড়ালে চুপ।


ঝড়ের জন্ম,
মনের ভিতর,
শুধু আবর্জনার স্তুপ।