একটা রামধনু,
নদীর শীতল জলে সাঁতার,
খুজে চলে জীবনের মানে, গভীরে লুকানো স্মৃতি।
তারপর পলক ফেলতেই,
পরিবর্তিত হয় বিষধর সর্পে, সেই একঘেয়ে ভীতি।


একটা ঘড়ি,
সময়ের হাতে হাত রেখে,
ঝুলে থাকে চার্চের দেওয়াল।
আর পলক ফেলতেই
পরিবর্তিত হয় অগভীর খাদে, চিরকাল।


একটা লাল গোলাপ,
ঠিক যেন ছায়াছবির মত
বয়ে নিয়ে আসে প্রেমের ছোঁয়ায়।
আর পলক ফেলতেই
পরিবর্তিত হয় রক্তে, কিছু আগুন আর কালচে ধোঁয়ায়।


বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে,
পেন্ডুলাম বাস্তব, ব্যথিত হৃদয় খুবই।
তাই গারদের বাইরের উন্মাদনা ভাবায়,
“টু বি অর নট টু বি।”