আকাশটা ডুবে গেছে চারকোণা মডার্ন সভ্যতায়।
নদীর জল আর পর্বত, পরিণত হয় বাষ্পে।
এক জোড়া চোখ, খুব একা হয়ে যায়।


তাকিয়ে দেখে জানলার বাইরে,
কখনও গাড়ি, কখনও ফ্ল্যাটের দশতলা, আর
অপর প্রান্ত থেকে এক ঝাঁক অ্যালুমিনিয়ামের জানলা
তারই দিকে তাকিয়ে থাকে, বারবার।


তাই আজ ঘিরে ধরে
রাশি রাশি অচেনা ভয়, ভিনদেশী,
শুধু কাঠের আসবাব আর
একটা অন্ধ জানলা, খুব বেশি।


এদিক ওদিক খুঁজে,
শেষমেশ কিছুটা শান্তি আসে হেঁটে,
চোখ দুটো বন্ধু পায়,
চারকোণা অ্যান্ড্রয়েড সেটে।