অসুস্থ পাখির ডানার জোর আর কত,
প্রশ্নগুলো থেকে যায় নিশ্চুপ।
শিখরে বাতাস ছুঁয়ে দিয়ে যাবে নখ,
নিচে পড়ে ঐ অসুস্থ পাখি আর,
চোখ ধাঁধানো সাদা কাগজের স্তুপ।


আস্তে আস্তে শহরের ঘুম ভাঙে,
কালো মেঘগুলো খুলে দেয় আস্তিন।
পাখিটা দেখেছে আদিম যুদ্ধগুলো
তাই, বিপ্লবেও দাঁড়িয়েছে হাত ধরে,
আর,
নেমে এসেছে মুক্তির ড্রপসিন।