(১) মুখোশ


মুখের থেকেই মুখোশের জন্ম,
মুখের আদলে;
তবু, মুখই লুকোই।

সাদা কাগজ থেকেই বানাই মুখোশ।
শুভ্রতা ঢেকে যায় রঙে;
তবু, সব ফাঁকাই থেকে যায়।


(২) কুমির


মধ্যরাতে, একাকীত্ব...
কুমিরগুলো উঠে আসে ডাঙায়,
অশ্রাব্য কবিতার মত।
  
আঙুলের ফাঁক দিয়ে,
ঝরে যাওয়া পাতা আর ঘাসের মাঝে,
আমাকে গ্রাস করে, অজান্তেই।