সারাদিন ধরে কত অভিমান জমে,
স্বপ্ন দেখায় ভিনদেশী ওই তারা,
তোমার শহর তোমার বাড়ির পথে
আমার প্রেম ভীষণই ছন্নছাড়া।


তবুও সকাল বৃষ্টি চেয়ে বসে,
ভিজতে মন সায় দেয় না আর,
বরফ থেকে মানুষ হতে গেলে -
তোমার হাতের ছোঁয়াই দরকার।


বৃষ্টি ফোঁটা ঝাপসা করে চোখ,
অনেক দূরে, তুমি অনেক দূরে।
সব অভিমান মুছে ফেলে দুই ডানায়,
আজ, স্বপ্ন খুঁজি হৃদয় সমুদ্দুরে।