মাসের পড় মাস ফাঁকা পড়ে আছে কবিতার খাতা,
তোমার ছোঁয়া ঘিরে দিয়েছে আলোয়,
চারদিক। তাই,
আমার কলম আজ খুবই অদরকারি,
পড়ে আছে ঘরের কোণে
কান্নাহীন, অবহেলায়।


কবিতার কোন মানেই নেই যেখানে,
সেরকম একটা গল্পহীন জীবন।
এর থেকে ভালো কিছু হয়?
যেদিন চলে যাব, চাই সবাই বলুক
‘একটা সুখী মানুষ হারিয়ে গেল।’
যদিও কেউ জানবে না, সত্যিই কতটা সুখী ছিলাম!