একটা মুখোশ কান্নায় কে বিশ্বাসী?
বিশ্বাস আছে একটা জাতির কান্নাটায়?
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে দৌড়াবো,
যতক্ষণ না সকাল নতুন গানটা গায়।


সকাল সকাল খবর কাগজ বিলির কাজ,
শহর ঘিরে ট্রাম্পেট আর মুগ্ধবোধ,
এমন দিনেও জানলা বন্ধ আজকে তোর,
ভেবেছিলাম একসাথে আজ মুখ ধোব।


আজকে সকাল আবার নতুন স্বপ্ন দিক,
খবর বিলির জীবন, আমার বন্ধুতা,
ঘুম ভাঙলে হাত ধরে সেই পাঁচিলটায়,
আগের মত বিপ্লবে আজ মন ধুতাম।