এ অামার দারুণ অভিমান
চিবুকের উপর জাপটে অাছে কষ্ট
অায়নার ভিতর যাকে ঝাপসা দেখছি
সে অামারে রোজই করে অপমান।


যারে বা করেছি স্মরণ
সেই মোরে দিয়েছে অাশ্বাস!
কেউ বা করেছে বারণ
অামি যেন কারো সময় নষ্টের কারণ।


কিছু হয় নি অামার, এই তো অাছি বেশ
মানুষের ভিড়ে করি দারুণ অভিনয়
পকেটে ভরা শূন্যতা নিয়ে ঘুরি
ভিরতটা খুঁড়ে খুঁড়ে চিরতরে শেষ।


কোলাহল থেকে পালিয়ে বেড়াই
সবার সাথে সঙ্গ দেবার সাধ্যি অামার নাই।


অামায় ছাড়া চলে গুরুত্বপূর্ণ অালোচনা
এসবে অামার নাকি থাকতে মানা।


মাঝে মাঝে হই উপহাসের পাত্র
এ যেন ওদের কাছে অানন্দ মাত্র।


নির্জনে মন করে রাখি ভার
রাত হলে কেঁদে ভাসাই বুক
দিনের অভিনয়ের জন্য প্রস্তুতি নিয়ে
তারপর স্বাভাবিক হই অাবার।