এবার তাহারে সৃজন করিবো অনায়াসে
হয়তো দেখিব খোলা চুলে সে দাড়ায়ে আমার পাশে
চেয়ে আছে অহেতুক,
তারে ভালোবাসি বলতে সেদিন কাঁপবেনা বুক ৷
একগুচ্ছ অপরিচিত ফুল দিবো তার হাতে,
সে বকুল কুঞ্জে আসবে যখন বসন্তের প্রাতে ৷


তাহারে আমি চাই এই নিঃসঙ্গ ক্ষনে,
মোর বিদেহে প্রাণ সঞ্চার করিতে নির্জনে ৷
মোর উর্বীতে তিষ্য যে জন,
হোক সে তুচ্ছ তবু সেই পাবে মন
ভাবতেই তারে চমকে উঠি, হই আকুল
যার দেখা পেলে সপে দেবো একগুচ্ছ অপরিচিত ফুল ৷