মনের অনুমতি ছাড়াই তোমাকে মনে পড়ে,
চোখের অগোচরে চোখ দিয়ে জল গড়ে।
চক্রবৃদ্ধি হারে কষ্ট বেড়েই চলেছে,
যেন শিল্পীর হাতে আকা নিখুঁত যন্ত্রণা দিয়ে
আমাকে করেছো ছিন্ন ভিন্ন।
একটু করুণা পাওয়ার জন্য!
আকাশের মত বিশাল কলঙ্ক মেখেছি গায়ে,
অন্ধকার সাতরে পার করেছি বিনিদ্র রাজনী।
নিজেকে বানিয়েছি কৃতদাস,
ভেবেছি, এই বুঝি কেউ এসে মুক্ত করবে আমায়।
কেউ এলো না!
একটু করুণা পাওয়ার জন্য
মৃত্যুর খাতায় করেছি স্বাক্ষর,
সয়েছি চরম অপমান!
সমস্ত দোষ নিয়েছি আমার কাধে।
যারা ঠকায় তাদের দোষ থাকে না,
তারা নির্দোষ পৃথিবীর কাছে।
একটু করুণা পাওয়ার আশায়,
অবুজ বালকের মত
জলন্ত দেশলাই কাঠি দিয়ে ক্ষত করেছি শরীর।
যদি বলি একটুও যন্ত্রণা হয়নি
বিশ্বাস করবেনা কেউ!
একদিন হিন্দি সিনেমার ডায়লগ চুরি করে
তোমার হাত ধরে বলেছিলাম "মে হু না"।
এতোদিন পরে এসে খেয়াল হলো
আমি সত্যিই নেই,
তোমার মনে।