বিদায়ের ক্ষনে কিছু বলার জন্য পিছু ডেকোনা
তোমার মায়াতে আমাকে জড়ায়ে রেখনা;
আমি যে পরদেশি, বলনা তাই কভু ভালবাসি ৷
স্মৃতি ছিল যত, বাড়াবে কেবই ক্ষত
বয়সের রঙ মনে মেখোনা ৷
ভুলতে বলিনি মোরে থাক যদি অবসরে
মনে করে মোর নামে পত্র দিও
ওগো মোর বিদেশিনী বন্ধু প্রিয় ৷


তবু মন বারে বারে কয়
আজ বৃষ্টি হলে ভালো হয় ৷
থেকে যেতাম তোমার কাছে,
তোমার ও যেমন জ্বলে আমার ও
পরান তেমন জ্বলে যায়;
বিদায় বিদেশিনী বন্ধু বিদায়!