অামার মাঝে বিরাজিত কার মায়া,
সে কি শুভ্র, ধ্রুব সত্য
নাকি স্বপ্ন, নাকি ছায়া?
সে অসীম, সে গভির
সে কি নারী, অতল সিন্ধু?


হে কল্পকুমারী কে তুমি?
তুমি কি আমার কৈশরের কল্পনা
নাকি আমার যৌবনের তৃষ্ণা!


জান কি?
তুমি আমার অজান্তে,
অন্তরে বাসা বেধেছ
আপন ছলনায় মন গ্রাস করেছ ৷


এখনি নেমেছে সন্ধ্যা,
বাতাস বহিছে ধীরে ৷
জানি না
কার মোহে একলা মন
আসিয়াছে এই নদীর তীরে ৷


শোন হে মায়া,
এই পূর্ণ ব্যাকুলতা যদি অন্তরে থাকে
অনিদ্রায় যদি বাকি রাতগুলো কাটে ৷
তবে বুঝবো আমি,
তুমিই আমার সেই প্রথম প্রেমের,
অসমাপ্ত বেদনা ৷