মন খারাপের বার্তা নিয়ে
ইচ্ছে মত নামছে ঢল।
আকাশ বাণী সত্যি হলো
লুকাই সেথায় চোখের জল।
এমন তো নয় তুমিও
জানালার ধারে পেতেছো হাত,
বৃষ্টি ভেবে ছুঁইছো যা
আসলে তা আমার চোখের জলপ্রপাত।
এমন ঘন বর্ষনেও
ধোয়নি আমার ব্যাথার ঘর
তোমার দেয়া কষ্ট যেথায়
লেপ্টে আছে জীবনভর।
তুমি ঐ মেঘের মত, প্রান্তী!
সাদা কালো দুই স্বরূপ,
আমি ভেঝা অরণ্য
ব্যাথা পেয়েও থাকি চুপ।