নারী, ধরনীকে করেছে পুষ্প কোমল
মায়া জালে বাধিয়া কঠিনকে সরল,
ছলনার বসে তার জগৎ মজিল
অবুঝকে ক্ষিন ক্ষণে স্ব-বুঝ করিল ৷
নারী, অনলের সম গ্রাস করে মন,
গহিনে লুকানো কথা করিয়া গোপন ৷
নারী, মেঘের বেশে স্বপ্নের চোঁখে আসে,
দমকা হাওয়া হয়ে সব নিয়ে ভাসে ৷


শোন হে নারী, এতে খুজিলে সুখ
ভাব তব নির্জন নিশি কাঁদিবে বুক ৷
কাল থাকি না দিলে তোমার ঐ যৌবন,
সময় গেলে আর্তনাদ নাহি শোভন ৷
রাজকন্যার মত তোর অহংকার,
পাবিনা জয় লাভে বিজয় পুরুষ্কার ৷