অামার সমস্ত গ্লানি
গ্রীবা চেপে ধরা অস্পষ্ট হাতছানি,
সময়ের অবিরত ধিক্কার
ফুফিয়ে কেঁদে ওঠা শীৎকার,
সব তোমাকে দিলাম
অামি তেমন অাছি অাগে যেমন ছিলাম।
.
তুমিই ভেঙ্গেছো নিয়মের শিংঙ্খল
চিবুকের গহ্বরে জমিয়েছো এতো জল,
নতুন এ সাগরের কি দিব নাম?
কি করে ঘুচবে অনাগত বদনাম।
যা অামার জীবনের চিরচেনা গল্প
তোমার তা সামান্য, ক্ষতিও অল্প।
ভাল থেকো যাকে নিয়ে ভাল থাকা যায়
তুমি এ জীবনের কলঙ্কিত অধ্যায়।