গণতন্ত্র নিয়ে খেলিসনারে
ক্ষমতায় থাকা হাতি,
রাজপথে নামিয়ে এনে
মারবো ঘুসি লাথি।


অার কত সহ্য করবো ক্ষমতার উৎপাত
ধর্যের বাধ ভেঙ্গে গেলে করবো জায়গা মত অাঘাত।


এতো দুর্নীতি করিস তোরা তবু নাই ভয়
ভাবিস তোদের অাছে সরকার,
তাই সরকার সহ তোদের একটা
শিক্ষা দেওয়া দরকার।


ভাতের জ্বালা সয় অামরা গরীব মানুষ
ইজ্জতে টান পড়লে শালা থাকেনা হুস।


স্বাধীন দেশে যা ইচ্ছে তাই, ইচ্ছে মত চুষে খাই
ভেবেছিস কি সমাজবিধিরর হোতা,
মরণ কামড় উঠলে অাবার
হামার দিয়ে মুখ করে দেব বোতা।


একজন সৎ দেশের মাথা, সে অার চোখ রাখবে কত
শুনেছি সে রেখেছে জঞ্জাল দুর করবার ব্রত।


হে বংশী বাদক
খানিক সুর ঢেলে দাও তার কানে,
সঙ্গিরা তার কুলাঙ্গার
এই সত্য সে যেন জানে।


জীবনের কথা লিখতে গেলে জীবন যাবে ক্ষয়ে
তবুও লিখছি, গণতন্ত্র অাজ বিলুপ্তির ভয়ে।