বাবু, দাও গো অামার মাথায় তোমার ঝুলি
অামি নদীর ঘাটের কুলি,
এ ঘাট ও ঘাট ঘুরি অার বোঝা মাথায় তুলি
সামান্য পয়সা পেলে দুঃখ ব্যাথ্যা ভুলি।
.
কত বড় সাহস তোর ছোট লোকের জাত?
রাস্তা ঘাটে লোক পেলেই করিস বাজিমাত,
এতো দামি ব্রিফকেসে দিলি নোংরা হাত
থাপ্পড় দিয়ে ফেলে দিব সবগুলো দাত।
.
বাবু, ভিষণ তোমার অহংকার
জাতের বড়াই করলা অাবার,
কাজের বেলায় ছোট লোক দরকার
কাজশেষে অামরা নিশ্যা তোমরা তখন জমিদার।
.
থাম বেটা তোদের অামার ভালো করেই চেনা
অাছে তোর মত চাকর বাকর পকেট ভরে কেনা।
.
বাবু, তোমার এমন শিক্ষা দেখে বড্ড হাসি পায়
তাইতো বলি দেশ এতোদিন কেন একজায়গায়!