যদি দিতে পারো এমন কাদায় পা
না মেখে একবিন্দু কাদা,
হেঁটে গেলে বহু দুর !
পারলে মানবীকা নও, তুমি স্বর্গীয় হুর ৷


তবে কেন এ হৃদয়ে জাগালে চর ?
কেনই সেথায় বাঁধতে বলে ঘর
অপর তীরে জাগাও চর,
ভাঙ্গিয়া আমার গড়া ঘর ৷


কোন সন্ধ্যায় যখন থামিবে সব কোলাহল,
বিজনে কাঁদো যদি, চোঁখে না এলে জল ৷
নিভিয়ে প্রদিপ ঘর রেখো আলো হারা
দেখিবে সন্ধ্যার চাঁদের পাশে একটি জ্বলন্ত তাঁরা


সে হলাম আমি ! যদি পারো চিনতে
তুমি সেই চাঁদ, আমি তাঁরা হয়ে পাশে তোমার
অজান্তে ৷
পারলে তুমি নও, শুধু মানবীকা
নও স্বর্গীয় হুর, তুমি সেই প্রথম প্রেমিকা ৷